সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাশিয়া সফরে যাচ্ছেন । আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল সোমবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম দেশটির প্রেসিডেন্ট রাশিয়া সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন জায়েদ আল নাহিয়ান। এ সময় তারা আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুর পাশাপাশি মস্কো-আবুধাবির মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ উপেক্ষা করে সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়াসহ বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দেয়। এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আমিরাতের প্রেসিডেন্টের রাশিয়া সফরের ঘোষণা এলো।
সিদ্ধান্ত অনুযায়ী, নভেম্বর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক সরবরাহ ২০ লাখ ব্যারেল কমিয়ে আনবে ওপেক। ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানির বাজারে যা বড় এক ধাক্কা হয়ে এসেছে।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছিল, ওপেকের তেলের সরবরাহে লাগাম টানা ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কঠোর চাপ প্রয়োগ করেছিল। কেননা গ্যাসোলিনের মূল্যের আরেক দফা বৃদ্ধির কারণে ইউএস কংগ্রেসের মধ্যমেয়াদী নির্বাচনে সংকটে পড়বে ক্ষমতাসীন ডেমোক্রেটরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের এ সময়ে জ্বালানির উচ্চমূল্য থেকে রাশিয়া যাতে সুবিধা না পায় সেই দিকটিও নিশ্চিত করতে চেয়েছিল তারা।