দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া । স্থানীয় সময় আজ রোববার দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
উত্তর কোরিয়ার নতুন করে মিসাইল ছোড়ার ব্যাপারে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুটি মিসাইল ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়।
জাপানি মন্ত্রী আরও জানিয়েছেন, প্রথম মিসাইলটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১.৪৭ মিনিটের সময়। দ্বিতীয়টি এর ছয় মিনিট পর ছোড়া হয়। তিনি আরও জানান, দুটি মিসাইলই জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে আছড়ে পড়ে৷ এরপর জাপানি কর্মকর্তারা তদন্ত শুরু করেন মিসাইলগুলো কি ধরনের মিসাইল ছিল।
উত্তর কোরিয়ার পক্ষ থেকে শনিবার জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা প্রতিহত করতে এসব মিসাইলের পরীক্ষা চালাচ্ছে, প্রতিবেশী দেশগুলোর কোনো ক্ষতির ইচ্ছা তাদের নেই। খবর রয়টার্সের।