জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকমুন্সীগঞ্জে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ পাঁচটি উন্নয়ন প্রকল্প চূড়ান্ত অনুমোদন করেছে । এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯৮৭ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন করা হয়। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রাক্কলিত মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে (জিওবি) ৯৭৪ কোটি ৩১ লাখ টাকা। প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে অবশিষ্ট ১৩ কোটি ৪৯ লাখ টাকা।

প্রকল্পগুলো হচ্ছে- স্থানীয় সরকার বিভাগের ‘পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষে জেলা পরিষদের জলাশয়সমূহ পুন:খনন/সংস্কার’, ‘রংপুর বিভাগীয় সদরদপ্তর নির্মাণ’, মুন্সীগঞ্জ জেলার তিন শ’ থেকে চার শ’ মেগাওয়াট সুপার টিপিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন, রুপগঞ্জ জলসিড়ি আবাসন সংযোগকারী রাস্তা উন্নয়ন প্রকল্প, ঢাকা সেনানিবাসে ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইটেলিজেন্স এর জন্য আনুষাঙ্গিক কাজসহ অফিসার্স মেস কমপ্লেক্স ও বাসস্থান প্রকল্প।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031