অনুমতি মিলেছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলেরর। আজ থেকে শুরু হচ্ছে এ রুটে জাহাজ চলাচল। তবে বন্ধ থাকছে টেকনাফ-সেন্টমার্টিনরুটে জাহাজ চলাচল।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের ছয় নম্বর ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে একটি জাহাজ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। কর্ণফুলী এক্সপ্রেস নামের ওই জাহাজটি ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দেবে। এ ছাড়াও চট্টগ্রাম থেকে আরো একটি জাহাজ চলাচলের কথা রয়েছে বলে জানিয়েছেন জাহাজ মালিকরা।
বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন ।