গতকাল রোববার সন্ধ্যায় নগরীর হাজারী গলি, পাথরঘাটা ও ফিরিঙ্গী বাজার এলাকায় একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী । এ সময় তিনি বলেন, এদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত কাজ করে যাচ্ছেন। এদেশে সাম্প্রদায়িক অপশক্তির ঠাঁই হবে না। আপনারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব করুন, আপনাদের পাশে সরকার আছে।
এ সময় অন্যদের মধ্যে কাউন্সিলর জহুরলাল হাজারী, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এডভোকেট সমীর দাশগুপ্ত, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত, শিল্পোদ্যোক্তা মোঃ শাহজাহান ইকবাল, প্রমুখ উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |