তথ্য ও সমপ্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আবারও করোনায় আক্রান্ত হয়েছেন । গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রীর স্ত্রী নূরান ফাতেমা। তিনি জানান,
গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। গতকাল মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ। করোনা আক্রান্ত হলেও তিনি মোটামুটি সুস্থ আছেন বলে জানান তথ্যমন্ত্রীর স্ত্রী নূরান ফাতেমা। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, ড. হাছান মাহমুদ আগেও দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031