আজ মহানবমী শারদীয় দুর্গোৎসবের । হিন্দু ধর্মাবলম্বীদের মতে, মহানবমীর দিন হচ্ছে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার ক্ষণ। অগ্নি সব দেবতার যজ্ঞভাগ বহন করে যথাস্থানে পৌঁছে দিয়ে থাকেন।
এদিকে গতকাল সোমবার শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। পূজায় কুমারী রূপী দেবী দুর্গার জীবন্ত প্রতিমার কাছে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা কামনা করেন পুণ্যার্থীরা। পঞ্জিকানুযায়ী গতকাল সোমবার ৯টা ৪৯ মিনিটে দুর্গাদেবীর মহাঅষ্টমী কল্পারম্ভ, মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা ও মহাঅষ্টমীর ব্রতোবাস শুরু হয়। পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ শেষে বেলা সাড়ে ১০টায় কুমারী পূজা ও বিকাল ৪টা ৫ মিনিট থেকে ৪টা ৫৩ মিনিটের মধ্যে সন্ধিপূজার মধ্য দিয়ে শেষ হয়েছে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা।
প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামে অষ্টমীতে নগরীর পাথরঘাটায় রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এবছর কুমারী মায়ের আসনে বসানো হয়েছে ৭ বছর বয়সী প্রীত ধরকে। কুমারীর বয়স ৭ বছর হওয়ায় মালিনী নামে পূজিত হন এ বছর। শাস্ত্রমতে মালিনী নামে কুমারী পূজিত হলে ধৈনশ্বর্য লাভ হয়। প্রীত ধর সেন্ট স্কলাস্টিকাস স্কুলের প্রথম শ্রেণীতে অধ্যয়ন করছেন। সকাল সাড়ে ১০টায় মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে শুরু হয় পূজা অর্চনা। পূজা কার্যক্রম পরিচালনা করেন শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ। পরে মন্দিরের পুরোহিত শ্যামল সাধু মোহন্ত মহারাজ সাংবাদিকদের বলেন, কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। মা কালীর হাতে কলাসুর বধের প্রতীকী হল কুমারী পূজা। প্রকৃতি, পবিত্রতা ও শক্তির প্রতীক, অনন্ত রূপের আধার কুমারী দেবীর মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ কামনা করা হয় এ পূজায়। মহাঅষ্টমীতে নারীশক্তির মধ্যদিয়ে শান্তি প্রতিষ্ঠায় মায়ের আর্শীবাদই চান ভক্তরা।
গতকাল মহাঅষ্টমীতে বিকালের পর থেকে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শনে বের হন ভক্তরা। গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ছিল নারী-পুরুষ-শিশুসহ সব বয়েসী ভক্তদের ঢল। আজ সকাল ৯টা ৪৯ মিনিটে বিহিত পূজার মাধ্যমে পালিত হবে মহানবমী। নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট সর্বমোট ৪৮ মিনিটে সন্ধিপূজা হয়। মূলত দেবী চামুণ্ডার পূজা করা হয় এসময়। এ সময়েই দেবী দুর্গার হাতে বধ হয়েছিল মহিষাসুর, আর রাম বধ করেছিলেন রাবণকে। সনাতন শাস্ত্র মতে, এই তিথিতে মানবকল্যাণে রামসহ সকল দেব-দেবীকে আশীর্বাদ করেন দেবী দুর্গা। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কারণ পরের দিন বিসর্জনের পর্ব। নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। নবমী রাতে তাই মন্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031