পর জন্মে হব না আর নারী
চার দেওয়ালে ঘরের কোণে
রইবো না তো বন্দী।
পায়ে বেড়ী হাতে চুড়ি
মাথার ঘোমটা ছিঁড়ে,
স্বাধীন ভাবে চলবো এবার
সব শৃঙ্খল ভেঙে।
আকাশ টাকে দেখবো ছুঁয়ে
সাগর তল দেশ,
পাহাড় চূড়ায় উঠবো আমি
ঘুরবো সকল দেশ।
তারার সাথে মিতালি করে
গাঁথবো তারার মালা,
তারার মালা গলায় পড়ে
ঘুরবো সাড়া বেলা।
পর জন্মে হব না আর নারী
মানুষ হয়ে ফিরবো এবার
জগত সংসারে।