১০০ মিলিয়ন ডলার বা ১০ কোটি ডলার(আট’শ কোটি টাকা) বাজার মূল্যের এই মুক্তাটি সম্প্রতি এক জেলের আগুনে পুড়ের যাওয়া ঘর থেকে উদ্ধার করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় আকৃতির প্রাকৃতিক মুক্তা ফিলিপাইনে প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয়েছে।
দশ বছর আগে ফিলিপাইনের পালাওয়ান সাগরের উপকূলীয় এলাকায় মাছ ধরার সময় এক জেলের জালে উঠে আসে ৩৪ কেজি ওজনের এই মুক্তাটি। মুক্তা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ঐ জেলে তা বুঝতে না পেরে তার ঘরের এক কোনায় সেটি রেখে দেয়।
দীর্ঘ দিন ধরে মুক্তাটি ঘরেই পড়ে ছিল অযত্ন-অবহেলায়।এই বছরের শুরুর দিকে ঐ জেলের ঘরে আগুন লাগে। তখন এটি নিয়ে ঐ জেলে স্থানীয় পর্যটন কর্মকর্তার দ্বারস্থ হন। পর্যটন কর্মকর্তা যাচাই করে বুঝতে পারেন এটি একটি বিশাল আকৃতির মুক্তা।ঐ জেলের পরিচয় প্রকা্শ করা হয়নি।
আইলিন সিন্থিয়া আমুরাও নামে ফিলিপাইনের ওই পর্যটন কর্মকর্তা জানান, ২০০৬ সালে পালওয়ান দ্বীপে মাছ ধরার সময় ঐ জেলের জালে উঠে আসে মুক্তাটি। তিনি বলেন, মুক্তাটি যখন আমার কাছে নিয়ে আসা হয় তখন আমি বেশ অবাক হয়েছিলাম। পরে আমি যাচাই করে নিশ্চিত হই যে এটি আসলেই এটি বড় আকারের একটি মুক্তা।