আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ নেই জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় । বিদ্যুৎ না থাকায় হাইকোর্টের একটি বেঞ্চের এজলাসে মোমবাতি জ্বালিয়ে ও মোবাইলের আলোতে বিচারকাজ পরিচালনা করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিরা।
আদালত সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিচারকাজ পরিচালনা করছিলেন। দুপুরের দিকে হাইকোর্ট ভন বিদ্যুৎহীন হয়ে পড়ে। এ সময় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের জেনারেটরও বন্ধ ছিল।
এ পরিস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে এবং এজলাস কক্ষে থাকা আইনজীবীদের মোবাইলের লাইটের আলোতে বিচারকাজ চালান বিচারপতিরা। প্রায় সোয়া এক ঘণ্টা এভাবে বিচারকাজ চালান তারা।
সংশ্লিষ্ঠ বেঞ্চে উপস্থিত থাকা সুপ্রিম অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘বিদ্যুৎহীন অবস্থায় অনেক কষ্ট স্বীকার করে মাননীয় দুজন বিচারপতি দীর্ঘ সময় বিচারকাজ পরিচালনা করেছেন। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
বিদ্যুৎ সরবরাহ ঠিক দ্রুতই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড় একটি এলাকায় আজ দুপুর ২টা ৪মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। আকস্মিক এই সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।’
বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুঃখ প্রকাশ করে নসরুল হামিদ বলেন, ‘সবার সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি এবং ধৈর্য্য ধারণের অনুরোধ করছি।’