একের পর এক বিতর্ক লেগেই আছে কাতার বিশ্বকাপে। এবার জানা গেল দেশটিতে যাওয়া সমর্থকরা টিভিতে সরাসরি খেলা দেখতে পারবেন না! কেননা ব্রডকাস্ট প্রতিষ্ঠান বিইন স্পোর্টসের অতিমাত্রায় দাবি করা অর্থের কারণে রাজধানী দোহার বেশিরভাগ হোটেল সরাসরি খেলা দেখানোর বিষয়টি প্রত্যাখান করেছে।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, বিইন স্পোর্টস প্রতিটি পানশালা ও রেস্তোঁরার জন্য সরাসরি খেলা সম্প্রচারের অর্থ বাবদ ২৪ হাজার পাউন্ড চাইছে। যা বাংলাদেশি টাকায় ২৭ লাখেরও বেশি। ফলে দোহার হোটেলগুলো এত অর্থ খরচ করে খেলা সম্প্রচার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

যদিও হোটেল রুমগুলোতে খেলা প্রচারে এমন খরচ হবে কিনা তা জানা যায়নি। তবে হোটেল কর্তৃপক্ষ জানায়, ধার্য করা অর্থ অব্যবহারযোগ্য। এছাড়া ভাড়া করা ভিলা ও অ্যাপার্টমেন্টেও ব্রডকাস্টে এই খরচ নির্ধারণ হয়েছে।

বিশ্বকাপের সময় দোহায় আসা দর্শকদের এমনিতেই হোটেলে উঠতে প্রচুর খরচ করতে হবে। প্রাথমিকভাবে তৈরি করা সাধারণ মেটাল কেবিনেও এক রাত কাটাতে ২০ হাজার টাকা খচর হবে। অন্যদিকে ভালোমানের হোটেলের প্রতি রাতে খরচ ৪৫ হাজার টাকা। তবে এত টাকা খরচ করেও রুম, পানশালা ও রেস্তোঁরায় খেলা দেখতে না পারলে সমর্থকরা হতাশই হবেন।

এ নিয়ে ফুটবল সাপোর্টাস অ্যাসোসিয়েশনের ফ্রি লায়ন্স টিমের অ্যাশলে ব্রোউন কথা বলেছেন, যিনি বিশ্বকাপে যেতে চাওয়া দর্শকদের নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া সাধারণ দর্শকদের জন্য এটি বড় ধরনের বিরক্তির কারণ হবে। এই আসরে এমনিতেই বিনোদনের জায়গা খুবই কম। তারমধ্যে ভিলা, রেস্তোঁরা বা অ্যাপার্টমেন্টে ওঠা দর্শকরা টিভিতে খেলা দেখতে পারবেন না।’

ভিলা, রেস্তোঁরা বা অ্যাপার্টমেন্টে যদি খেলা টিভিতে সরাসরি দেখা না যায়, তবে সমর্থকদের স্টেডিয়াম বা ফ্যান পার্কে যাওয়া ছাড়া উপায় থাকবে না। কিন্তু এই আসরকে কেন্দ্র করে ২৫ লাখ সমর্থকের আগমন আশা করছে কর্তৃপক্ষ। তবে ম্যাচের দিন স্টেডিয়াম ও ফ্যান পার্ক এত সমর্থকের জায়গা দিতে সক্ষম হবে না।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031