মোহাম্মদ আলী (৪৫) নামে শ্রমিক নিহত হয়েছেন রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে । আজ সোমবার দুপরে দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের জব্বর মিয়ার ছেলে। তিনি চার ছেলের বাবা ছিলেন।
জানা যায়, উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে তৃতীয় তলা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যান মোহাম্মদ আলী। পরে গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মোহাম্মদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে, উত্তরায় নিরাপত্তাকর্মীর চাকরি করা মো. সজল জানিয়েছেন, তার বাবা নির্মাণশ্রমিকের কাজ করতেন। বর্তমানে উত্তরায় ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। তাকে জানানো হয়েছে, তার বাবা ওই ভবনের তৃতীয় তলা থেকে পড়ে গেছেন। পরে ঢামেক হাসপাতালে এসে তিনি তার বাবার মরদেহ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।