ফজলে এলাহী ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মিডিয়া পদে যোগদান করেছেন। তিনি ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা।
এর আগে ফজলে এলাহী র্যাব-১ সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউসুফ আলী জানান, ডিএমপিতে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদে আরও একজন যোগদান করেছেন। তবে সেই কর্মকর্তার নাম জানাতে পারেননি তিনি।