পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে গাজীপুরের পূবাইলে । এতে পূবাইল ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনসহ অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরীর পুবাইল মিরের বাজার এলাকার তালুটিয়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পূবাইলের হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবু বকর সিদ্দিককে মারধর করেন এক অভিভাবক। এ ঘটনার বিচার দাবি করে শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী-কালীগঞ্জ মহাসড়কের মিরের বাজারে এসে পৌঁছে সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দিতে চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা অবরোধ তুলে না নিলে পুলিশ লাঠিচার্জ করে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ বাঁধে। এতে পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন, এএসআই আব্দুস সালামসহ স্কুলের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পূবাইল পুলিশ ফাঁড়ির একটি মাইক্রোবাস ও কাভার্ড ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আহত পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন ঢাকাটাইমসকে জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে পূবাইল পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ লাঠিচার্জ করে। অভিযুক্ত অভিভাবককে গ্রেপ্তার করা হয়েছে।