মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হাফিজ উদ্দিন নামে ঠাকুরগাঁওয়ের এক ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছে ।
মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মেহনাজ তাবাসসুম বাদী হয়ে শাহবাগ থানায় মঙ্গলবার এ মামলা দায়ের করেন।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈইল উপজেলার চপরা গ্রামের মৃত দর্শন আলীর পুত্র মো. হাফিজ উদ্দিন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে গেজেট সংশোধনের আবেদন করেন। আবেদনের সাথে তিনি সনদ নং- ম-২০২২৯৯ তারিখ ২১-৫-২০১৫ এবং প্রধানমন্ত্রী প্রতিস্বাক্ষরিত সনদ নং- ৫৪১৮৮ তারিখ ২৪ মে, ২০০১ দাখিল করেন।
সোমবার মন্ত্রণালয়ে এ সনদ দুইটির সত্যতা যাচাইকালে জাল প্রমাণিত হলে মো. হাফিজ উদ্দিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।