ক্ষমতাচ্যুত করেছেন বুরকিনা ফাসোয় সামরিক শাসক পল হেনরি দামিবাকে দেশটির সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওর। সেইসঙ্গে ভেঙ্গে দেওয়া হয়েছে দেশটির সংবিধান ও সরকার। জারি করা হয়েছে কারফিউ। এছাড়া অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছেন অভ্যুত্থানকারীরা। দেশটির জাতীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।

গতকাল শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ট্রাওর বলেছেন, দেশে ক্রমবর্ধমান সশস্ত্র বিদ্রোহ মোকাবিলায় অক্ষমতার কারণে দামিবাকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে এক দল সামরিক কর্মকর্তা।

গত জানুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট রোচ কাবোরকে ক্ষমতাচ্যুত করেছিলেন দামিবা। এরপর নিজে তিনি ক্ষমতায় বসেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে আট মাসের ব্যবধানে এটি দ্বিতীয় অভ্যুত্থানের ঘটনা।

আল জাজিরা বলছে, দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে লড়াই করছে বুরকিনা ফাসো। এর মধ্যে কিছু গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদা এবং আইএসআইএল (আইএস)-এর সম্পর্ক রয়েছে।

শুক্রবার ট্রাওর আরও ঘোষণা দেন, অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ থাকবে এবং সকল রাজনৈতিক ও সুশীল সমাজের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া দেশব্যাপী রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031