চট্টগ্রামে সেপ্টেম্বর মাসের শেষদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে করোনাভাইরাস সংক্রমণের ক্রমবর্ধমাণ প্রবণতায়। এ সময়ে নতুন ৩১ জনের দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১৫ দশমিক ৫০ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সিভিল সার্জন কার্যালয়ের ২৪ ঘণ্টার রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৩১ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০ জন ও উপজেলার ১১ জন।
উপজেলার ১১ জনের মধ্যে মিরসরাইয়ে ৭ জন, হাটহাজারীতে ৩ জন ও পটিয়ায় একজন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৮৫ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৩১ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৫৪ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।