বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সুদানে । দেশটিতে ইতোমধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বন্যায়। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে ছয়টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement

ওয়াদ আলনাইমের বাসিন্দা অ্যাডাম ইসমাইল বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতোটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031