ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ভালোই গবেষণা করছে । ঢাকায় আসার সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও মিডল-অর্ডারে শক্তি বাড়ানো পরিকল্পনা করছে দলটি। আর এ জন্য কোচ ট্রেভর বেইলিসস অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলের শরণাপন্ন হয়েছেন। তাকে ফেরাতে দল ইতিবাচক চিন্তাভাবনা করছে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
৩৪ বছর বয়সী বেল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর নভেম্বরে। আরব-আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-০তে সিরিজ হারার পর দল থেকে বাদ পড়েন।
গার্ডিয়ানের খবরে বলা হচ্ছে, ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাই বেলকে ভারত এবং বাংলাদেশের বিপক্ষে ফিরতে সাহায্য করবে।
৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ইতিমধ্যে দেশটির নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা ঘুরে গেছেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ঢাকায় আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসিবি। টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলার কথা রয়েছে ইংলিশদের।
ইংল্যান্ডের প্রধান কোচ বেইলিসস গত সপ্তাহে বেলের সঙ্গে সাক্ষাৎ করেন।
তার বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে, উপমহাদেশের কন্ডিশনের কথা চিন্তা করেই মূলত বেলকে দলে চায় ইসিবি। বাদ দেয়ার সময় বলা হচ্ছিল, ১১ বছর ধরে ক্রিকেট খেলতে খেলতে হয়তো রান করার ইচ্ছাটাই মরে গেছে এই ব্যাটসম্যানের। একটা ব্রেক পেলে আগের জায়গায় ফিরতে পারেন।