ভ্রাম্যমাণ আদালত নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিম্নমানের উপকরণ দিয়ে ভেজাল সন্দেশ তৈরি করে বিপণনের দায়ে এক নকল সন্দেশ তৈরির কারাখানা মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
মঙ্গলবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত শ্রী নিখিল চন্দ্র রায় সৈয়দপুর শহরের উপকন্ঠে গোলাহাট রায়পাড়ার বাসিন্দা।
পরে ইউএনওর উপস্থিতিতে পুলিশ ভেজাল সন্দেশ, সন্দেশ তৈরি খামির, সন্দেশ তৈরিতে ব্যবহৃত তরল জাতীয় পদার্থ ও নিন্মমানের সব উপকরণ সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও ভেজাল সন্দেশ তৈরি কারখানার বিভিন্ন মালামালগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।