ঢাকা মহানগর পুলিশজামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকে পুলিশ আটক বা গ্রেফতার করেনি বলে দাবি করেছে ।ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান জানান, আমান আযমী তাদের কাছে নেই। ঢাকা মহানগর পুলিশ তাকে আটক বা গ্রেফতার করেনি। এর আগে তার পরিবার ও আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাতে ঢাকার মগবাজার এলাকার বাসা থেকে আমান আযমীকে সাদা পোশাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
গোলাম আযমের স্ত্রীর ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের কয়েকটি দল আযমীর কাজী অফিস লেনের বাসার সামনে আসে। তারা প্রথমে সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করে। পরে আযমীর বাসায় তল্লাশি চালিয়ে তাঁকে নিয়ে যায়। সূত্র : নয়াদিগন্ত