ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিনলাইন পরিবহনের চালক আনোয়ার হোসেন (৫৫) নিহত হয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ে । এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত ডাবল ডেকার বাস একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাসটির আরও তিন যাত্রী আহত হন। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

এসআই কামরুল বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031