নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার নলদীরচর এলাকায় নড়াইল-নওয়াপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- তৃষা (৩) ও চৈতি (১৪)। তাদের বাড়ি সদর উপজেলায়।
নলদীরচর এলাকায়একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত দুজনকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস বিশ্বাস জানান, লাশ দুইটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।