এবার ‘হওয়া’ বইবে বিদেশেও বাংলাদেশ জয় করে । ওশেনিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বড় চারটি দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও এর নির্মাতা মেজবাউর রহমান সুমন।
তারা জানায়, দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকা। এর মধ্যে আগামী ১৩ আগস্ট ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।
নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও আগামীতে এর সংখ্যা আরও বাড়বে।’
এদিকে, ‘হাওয়া’ সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই উপচেপড়া ভিড় দেখা গেছে হলগুলোতে। বিশেষ করে অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে টিকিট পেতে বেশ বেগ পেতে হচ্ছে দর্শকদের।
‘হাওয়া’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ।