মসজিদুল হেরাম ঘিরে বায়তুল্লাহ কাবা ঘর মুসলিম বিশ্বের প্রথম পুরোনো স্থাপনা হিসাবে খ্যাত ও ইসলাম ধর্মের সবোর্চ্চ ধর্মীয় স্থান ।মহামারির কারণে র্দীর্ঘ আড়াই বছর কাবা ঘরের চারপাশ বাউন্ডারি দিয়ে ঘেরাও করা ছিল। এ বাউন্ডারি থাকার কারণে হাযরে আসওয়াদে চুমু ও কাবা শরিফে হাত লাগানোর সুযোগ ছিলো না কাবা ঘরে আসা মুসল্লিদের।
গতকাল মঙ্গলবার রাতে পবিত্র কাবা ঘরের চারপাশ থেকে বাউন্ডারি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন হারামাইন শরীফাইনের প্রেসিডেন্ট ইমাম ও খতিব শায়খ ড.আব্দুর রহমান আল সুদাইসি।
এ নির্দেশনার পর হাযরে আসওয়াদে চুমু দেওয়া ও কাবা শরীফে হাত লাগানোর সুযোগ পুনরায় ফিরে পিরে পেলেন আল্লাহর ঘরের ইবাদতকারী মেহমানগণ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে মাহামারি করোনার পরর্বতী সৌদি আরবে হেরাম কর্তৃপক্ষ পবিত্র ওমরাহ চালুসহ চলতি বছরে ইসলাম ধর্মের সবচেয়ে ধর্মীয় জামায়াত পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর। আজ হাযরে আসওয়াদে চুমু ও বায়তুল্লাহ কা’বা ঘরে ধর্মপ্রাণ মুসল্লিদের হাত লাগানো সুযোগসহ হেরাম শরীফ উম্মক্ত করে দেন দেশটির সরকার।