মাহবুব-উল-আলম হানিফ এমপি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেছেন, ‘জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে খন্দকার মোস্তাক যেভাবে জড়িত ছিলেন জিয়াউর রহমানও সেভাবে জড়িত ছিলেন।’

আজ সোমবার বিকালে রাজধানীর গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়াদের বিচার করা সম্ভব হলেও দেশি-বিদেশি চক্রান্তকারীদের বিচার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ওপর একটি তদন্ত কমিশন গঠন করা হলে এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য যেমন বেরিয়ে আসবে, তেমনি প্রকৃত হত্যাকারীদের মুখোশও উন্মোচিত হবে।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সহ-সভাপতি হাবিবুর রহমান আকন্দ, আমিনুল ইসলাম ফারুক, মোল্লা আবুল কালাম আজাদ, মো. জহুরুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ প্রমূখ।- বাসস

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031