আত্মহত্যা করেছেন বরিশালে স্বর্ণ পদকজয়ী আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে । আজ বুধবার সকালে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে তার লাশ উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি।
নিপা উত্তর মল্লিক রোডের প্রয়াত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পেয়েছিলেন তিনি।
উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নিপা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সব প্রস্থান বিদায় নয়’ পোস্ট দিয়েছিলেন তিনি।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সামসুন্নাহার নিপার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, সামসুন্নাহার গলায় ফাঁস দেওয়ায় তার গলায় একটি কলো দাগ ছাড়া আর কোন চিহৃ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।