বলিউডের এই অ্যাকশন থ্রিলারের বাজেট ছিল ৫০ কোটি৷সবচেয়ে তাড়াতাড়ি একশো কোটি ক্লাবের সদস্য হয়েছে ‘রুস্তম’৷ মাত্র নয় দিনে এই লাইনকে ছুঁয়ে ফেলল অক্ষয়ের এই সাম্প্রতিকতম এই সিনেমা।
আর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ একই দিনে মুক্তি পেয়েছিল হৃতিকের ‘মহেঞ্জো দারো’ও৷ একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে সেই ছবিও৷ তবে পরিসংখ্যানের নিরিখে ‘রুস্তম’-এর চাইতে অনেকটাই পিছিয়ে৷ নয় দিনে এই ছবির আয় মাত্র ১০৩ কোটি৷

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031