ডলারের দাম আরও বেড়েছে খোলাবাজারে । আজ রোববার খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে।
ঢাকার মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার মানি এক্সচেঞ্জ সূত্র জানায়, ঈদুল আজহার আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। তবে আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে।