বাসচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৪২) নিহত হয়েছেন দিনাজপুরের বিরামপুরে । আজ রোববার সকালে উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা বাজারের গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ নামে নৈশ্যকোচ বিরামপুর অতিক্রমকালে ফুলবাড়ি অভিমুখে যাওয়ার সময় উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে আসাদ পারিবহনের নৈশ্য কোচকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম মারা যান।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।