রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইউক্রেনে যুদ্ধের মধ্যেই মিসর সফরে গেলেন। গতকাল শনিবার মিসর সফরে যান তিনি। আজ রোববার সকালে লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। এ তথ্য জানায় মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজির প্রতিবেদনে বলা হয়, সফরকালে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গীতের সঙ্গেও সের্গেই লাভরভ সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

মিসরের সঙ্গে রাশিয়ার উল্লেখযোগ্য কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এ সপ্তাহেই রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি করপোরেশন রোসাটম মিসরের প্রথম পারমাণবিক প্ল্যান্টে দীর্ঘ বিলম্বিত নির্মাণ শুরু করে। ১৯৭০ সালে নীল নদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণের পর রাশিয়ার ও মিসরের মধ্যেই এটিই সবচেয়ে বড় প্রকল্প।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে পশ্চিমা দেশগুলোর বাইরে ন

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031