ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে । আহত হয়েছেন আরও ১২ জন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, নিহতদের রাফিজিয়া নামের একটি হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতরাও সেখানে চিকিৎসা নিচ্ছেন। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের একজন হচ্ছেন আবুদ সোব এবং অন্যজন হচ্ছেন মোহাম্মদ আল-আজিজি।
প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলি সেনারা চারদিক থেকে নাবলুস শহরের আল-ইয়াসমিনা এলাকাটি ঘিরে ফেলে হামলা শুরু করলে সেখানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় ইসরাইলি বাহিনী বিভিন্ন ভবনের ওপর বেশ কয়েকজন স্নাইপার মোতায়েন করে যারা সেখান থেকে গুলি চালায় এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করে।