নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া বাজারের অদূরে পদ্মা নদীতে মঙ্গলবার সকালে খেয়া নৌকা ডুবে অন্তত ১০ যাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, উপজেলার চকবাদকয়া গ্রামের মৃত রহমান আলীর ছেলে চান্দের আলী (৫০), একই গ্রামের মৃত লাল চাঁদ মন্ডলের ছেলে জামাল উদ্দিন (৪৮) ও মহরকয়া গ্রামের মৃত মহম্মদ তালুকদারের ছেলে ভাষান আলী (৩২)। লালপুর ও রাজশাহীর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে বিলমাড়িয়া বাজারের ঘাট থেকে খেয়া নৌকায় করে শতাধিক যাত্রী পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। নৌকাটি মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরিয়ে তীরে উঠলেও অন্তত ১০ জনের কোনো সন্ধান মেলেনি।
রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টায়) নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে লালপুর দমকলবাহিনী সূত্রে জানা গেছে।