গাড়ির ধাক্কায় ১৯ বছরের এক কলেজছাত্রী নিহত হয়েছেন চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে । বাবার সঙ্গে মোটরসাইকেলে করে কলেজ যাওয়ার পথে লরিটি ধাক্কা দিয়ে পালায়।
চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বেশ কয়েকবার সড়কে চলাচলরত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন ওই কলেজছাত্রীর বাবা। শনিবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মোটরসাইকেলে করে মেয়েকে কলেজে পৌঁছে দিতে বায়েজিদ লিংক রোড ধরে যাচ্ছিলেন বাবা। পেছন থেকে দ্রুতগামী আসা একটি লরি মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ওই কলেজছাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম সেখানে গিয়েছে। তাদের বাড়ি ফৌজদারহাট এলাকায় বলে জানতে পেরেছি বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন। নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।