২৩ বছর বয়সী এক যুবক ইউটিউব চ্যানেলে ভিউ কমে যাওয়ায় চার তলা ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারতের হায়দরাবাদের সাইদাবাদ থানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সি ধিনা। তিনি মা-বাবার সঙ্গেই থাকতেন এবং গোয়ালিয়রের আইআইআইটিএম-এ একটি কোর্স করছিলেন।
আত্মঘাতী যুবকের মা জানান, তার ছেলের একটি ইউটিউব চ্যানেল ছিল। কিছুদিন ধরেই ওই চ্যানেলে ভিউ কমে যাচ্ছিল। এ নিয়ে অবসাদে ভুগছিলেন ওই যুবক। এ ছাড়াও একাকীত্ব তাড়া করছিল তাকে।
পুলিশ জানায়, ওই যুবক ইউটিউবে ভিডিও গেমের বিভিন্ন দৃশ্য আপলোড করতেন। অবসাদে ভুগে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ওই যুবকের লেখা একটি সুইসাইড নোট ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তাতে লেখা, ক্যারিয়ার নিয়ে বাবা-মায়ের কাছ থেকে যথেষ্ট দিক-নির্দেশনা পাননি তিনি। এ নিয়ে বিরক্ত ছিলেন ওই যুবক। তবে সুইসাইড নোটটি আদৌ তার কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।