যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন চট্টগ্রামের পটিয়ায় । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমল মুন্সীর হাটের জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার অভিমুখী আসা একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় অটোরিকশার থাকা সকল যাত্রীই মারা যায়। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন।