মানুষ ঈদুল আজহা উপলক্ষে গ্রামে ফিরতে শুরু করেছে । তাই ফাঁকা হচ্ছে নগর। বাস ও রেল স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ।
শুক্রবার (৮ জুলাই) সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আগের দিন বৃহস্পতিবার বিকেল থেকেই গ্রামের পথে পরিবার-পরিজন নিয়ে রওনা হন অনেকে। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ আছে বরাবরেই মতোই।
নগরীর বিআরটিসি, গরীবুল্লাহ শাহ, অলংকার, একেখান মোড়, কর্ণফুলী শাহ আমানত সেতু, বহদ্দারহাট ও অক্সিজেন এলাকায় দূরপাল্লার বাসে টিকিট না পেয়ে দাঁড়িয়েও বাড়ি যাচ্ছেন যাত্রীরা। দূরপাল্লার পাশাপাশি আন্তঃজেলার বাসেও সব আসন পরিপূর্ণ থাকছে।
পাশাপাশি চট্টগ্রাম রেল স্টেশনে বেড়েছে জনস্রোত। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম চৌধুরী বলেন, যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ সিটের বাইরেও যাত্রীদের জন্য বিক্রি করেছে স্ট্যান্ডিং টিকিট। সব ট্রেনই নির্দিষ্ট সময়ে যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে।
অনেকে কাপ্তাই রাস্তার মাথা থেকে শহরের আশপাশের গ্রামে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও মাইক্রোবাসে করেও পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন ।