চারটি প্রাইভাটাকারকে চাপা দিয়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান । গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উৎপল দাশ জানান, এ ঘটনায় বেশ কয়েজন আহত হলেও কেউ নিহত হয়নি। তবে কতজন আহত হয়েছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়। এতে চারটি প্রাইভেটকার চাপা পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠানো হয়েছে। রেকার দিয়ে কাভার্ডভ্যান ও ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারগুলো সরানোর চেষ্টা চলছে।