চট্টগ্রাম চেম্বার সভাপতি আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও ট্রেড লাইসেন্স নবায়নের মধ্যবর্তী সময়ের দুই মাস পর্যন্ত ব্যবসা পরিচালনার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন । গত সোমবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বরাবর পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, গত ৩০ জুন সব ধরনের আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে ১ ও ২ জুলাই সরকারি ছুটির দিন ছিল। ফলে মেয়াদোত্তীর্ণ আইআরসি অনেকে নবায়ন করতে পারেনি। ৩ জুলাই নবায়ন ফি জমা প্রদানপূর্বক প্রতিষ্ঠানসমূহ আইআরসি নবায়নের আবেদন করে। আগের ধারাবাহিকতায় ফি জমা প্রদানের ট্রেজারি চালান এবং নবায়নের আবেদনের ফটোকপি দাখিল করে শিল্প প্রতিষ্ঠানসমূহ প্ল্যান্ট/মেশিনারি শুল্কায়নের আবেদন করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হালনাগাদ নবায়নকৃত আইআরসি দাখিল করা ছাড়া সংশ্লিষ্ট এসআরও সুবিধা প্রদানে অপারগতা প্রকাশ করেন। মূলত আইআরসি নবায়ন করার পূর্বে ট্রেড লাইসেন্স, চেম্বারের মেম্বার সার্টিফিকেট, টিআইএন ইত্যাদিও নবায়ন করতে হয়, যা সময়সাপেক্ষ।
উল্লেখ্য, গত বছর এ ধরনের জটিলতা সৃষ্টি হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শে চট্টগ্রাম কাস্টমস কমিশনার পণ্য শুল্কায়নের ক্ষেত্রে আইআরসি নবায়ন না হওয়া পর্যন্ত ২০ দিন সময় বর্ধিত করেন। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আইআরসি, ট্রেড লাইসেন্স নবায়নের মধ্যবর্তী সময়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য ২ মাস সময় বিশেষ অনুমতি প্রয়োজন বলে তিনি পত্রে উল্লেখ করেন। এ প্রেক্ষাপটে আইআরসি, ট্রেড লাইসেন্স ইত্যাদি নবায়নের মধ্যবর্তী সময়ে ২ মাস পর্যন্ত ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অনুমতি প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাণিজ্যমন্ত্রীর প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি।