সিডিউল দিতে না পারায় পাষাণ ছবিতে তাই অভিনয়ের সুযোগ পেলেন নবাগতা এমিয়া এমি। ভীষণ ব্যস্ত হালের জনপ্রিয় নায়িকা পরীমণি। ছবিতে এমির বিপরীতে অভিনয় করবেন কলকাতার নায়ক ওম। অথচ ব্যস্ততা না থাকলে ওমের নায়িকা হিসেবে পরীমণিরই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ।
পাষাণের পরিচালক সৈকত নাসির। নায়িকা বদলের খবর গণমাধ্যমকে জানিয়েছেন ছবির পরিচালক নিজেই। সোমবার থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং। শুটিং হবে ঢাকাতেই। যে কারণে নায়ক ওম এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন বলে জানান পরিচালক সৈকত নাসির।
এর আগে, পাষাণ ছবিটির জন্য পরীমণি ও নায়ক সুমিতকে নিয়ে একটি ফটোশুট করেন নির্মাতা সৈকত নাসির। শুটের ছবি দিয়ে ‘পাষাণ’-এর পোস্টারও করা হয়। কিন্তু ঘটনাক্রমে নায়ক ও নায়িকা দুজনকেই পরিবর্তন করে নতুন জুটি এমি ও ওমকে নিয়েই শুরু করতে হচ্ছে ছবির কাজ।