বাইকাররা পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, হাইওয়ে ও আন্তঃজেলা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে পদ্মা সেতুর দুই প্রান্তের টোলপ্লাজার সামনে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেছেন ।
আজ বুধবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। এতে প্রায় দুই শতাধিক বাইকার উপস্থিত ছিলেন। এ ছাড়া সেতুর মাওয়া প্রান্তে একই দাবিতে পাঁচ শতাধিক বাইকার অংশগ্রহণ করেন।
বাইকার রতন, শওকত, আরমান, সুমন, আব্দুর রহমান, দাউদ মো. তুহিন জানান, আইন মেনে ড্রাইভিং লাইসেন্স ও সুরক্ষাসামগ্রী নিয়ে মোটরসাইকেল চালান তারা। কেউ আইন না মেনে দুর্ঘটনার শিকার হলে তার দায় কেন সব চালক নেবেন।
তারা আরও জানান, দুর্ঘটনা তো সব যানবাহনেই হয়। যারা দুর্ঘটনা ঘটায়, তাদের বিরুদ্ধে আইনি নিয়ে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। তাই মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।