বন্যার্তদের ত্রাণ নিয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ত্রাণ নিয়ে কেউ নয়ছয় ও ছয়চাতুরী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সোমবার বিকালে ফরিদপুরে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। সদর উপজেলার ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়ন পরিদর্শনকালে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, যত দিন পর্যন্ত ক্ষতিগ্রস্থরা ঘুরে দাঁড়াতে না পারবে, তত দিন সাহায্য অব্যাহত থাকবে। বর্তমান সরকারের ক্ষমতায় থাকাকালীন কেউ বিনা চিকিৎসায় বা না খেয়ে মরবে না।
এ সময় ত্রাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের জন্য যা যা সহযোগিতা করা দরকার সবই করা হবে। ক্ষতি কাটিয়ে না ওঠা পর্যন্ত তাদের সাহায্য দেয়া হবে।’
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে মায়া বলেন, ত্রাণ নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেয়া হবে না। এ সময় দুই মন্ত্রী শহরতলীর গেরদা, আলিয়াবাদ ও কৈজুরী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৯শ পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এর আগে বিকাল সাড়ে পাঁচটায় দুই মন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জোবাইদা-করিম জুট মিল পরিদর্শন করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন প্রমুখ।