সরকারি দলের দুই সংসদ সদস্য সংসদ অধিবেশনে আবৃত্তি আর গানে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করলেন। গতকাল সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় পদ্মা সেতু এবং সরকার প্রধানকে নিয়ে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।
দেশের জনপ্রিয় লোক সংগীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রথমে গেয়ে শোনান, আমার নেত্রী শেখ হাসিনা যার তুলনা নাই/এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই। মমতাজ তার বক্তব্যে বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মমতাজ বলেন, এখন নারীরা শাড়ি-গয়না চায় না। এরপর তিনি গেয়ে উঠেন, চাই না গয়না, চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে, যাব চলে বাপের বাড়ি। খবর বিডিনিউজের।
শেষের দিকে বিরোধী দলের দিক থেকে মমতাজকে আরো একটি গান গেয়ে শোনানোর অনুরোধ করা হয়। মমতাজ গেয়ে উঠেন, সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার/যাতায়াতের উন্নয়নে পদ্মা সেতু দরকার। এর আগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর তার বক্তব্যের শেষে কবি কামাল চৌধুরীর ‘পদ্মা সেতু’ কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করেন। নিক্সনের দাবি : পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারের ওপর বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার দাবি জানিয়েছেন সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল তিনি এ দাবি জানান। পদ্মা সেতুতে কথিত দুর্নীতির অভিযোগে দুদকের তদন্তে নিক্সন চৌধুরীকে ওই সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী বর্তমানে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি।
পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার পর দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পিছু হটেছিল। এ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের পথে এগিয়ে যায়। ৩০ হাজার ১৯৩ কোটি টাকায় নির্মিত সেই সেতুর উদ্বোধন হয়েছে গত ২৫ জুন।