ইউ টেলিভেনচুর নতুন দুইটি ফোন অবমুক্ত করেছে মাইক্রোম্যাক্সের সহযোগী প্রতিষ্ঠান । এর একটির মডেল ইউ ইউনিক প্লাস। অন্যটির মডেল ইউরেকা এস। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ফোন দুইটি তালিকাভুক্ত হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য মতে ইউ ইউনিক প্লাস ফোনটিতে আছে ৪.৭ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০ গুণন ১২৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন। ফোনটিতে আছে ১.২ গিগাহার্জের কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগদন ৪১০ প্রসেসর।
এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ২ জিবি র্যাম। বিল্টইন মেমোরি ৩২ জিবি।
এই ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান আছে। সেলফি ক্যামেরা ২ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ২০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ভারতের বাজারে ফোনটির বিক্রয় মূল্য ৬ হাজার ৪৯৯ রুপি।
অন্যদিকে ইই ইউরেকা এ ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০ গুণন ১৯২০ পিক্সেল।
ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কনিং গরিলা প্লাস ৩ প্রটেকশন রয়েছে। ফোনটিতে আছে
অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর। এর ক্লকস্পিড ১.২ গিগাহার্জ। এতে ৩ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। বিল্টইন মেমোরি ৩২ ১৬ জিবি। এর ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ভারতের বাজারে ফোনটির বিক্রয়মূল্য ১২ হাজার ৯৯৯ রুপি।