আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে । গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ সোমবার পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি আপলোড করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা/কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।’

জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলারকে ২৫ টাকা, হেভি ট্রাককে ২০ টাকা, মিডিয়াম ট্রাককে ১০ টাকা, বড় বাসকে ৯ টাকা, মিনি বাস বা কোস্টারকে ৫ টাকা, মাইক্রোবাসকে চার টাকা, সেডান কারকে ২ টাকা ৫০ পয়সা এবং মোটরসাইকেলকে ১ টাকা হারে টোল দিতে হবে।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031