গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. দলিল উদ্দিন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ এফআইআর করার নির্দেশ দিয়েছেন।
সাড়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাঁজা নেওয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার শিশুটির মা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন।
মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানীর সাফলিডাঙ্গা এলাকায় ওই শিশুকে নিয়ে থাকেন তার মা। একই ভবনের অন্য একটি কক্ষে ফরাদ নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন। সেখানে প্রায়ই কাশিয়ানী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাঁজা নেওয়াজ আসতেন।
গত ২৮ জুলাই বিকালে ঘর ছেড়ে ফরাদ বাইরে গেলে ওই শিশুকে ডেকে মদ পান করিয়ে ধর্ষণের চেষ্টা চালান খাঁজা নেওয়াজ। এ সময় বিষয়টি দেখে ফেলেন শিশুটির মা। কিন্তু লোকলজ্জার ভয়ে ও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত উপজেলা ভাইস চেয়ারম্যান খাঁজা নেওয়াজ মুঠোফোনে জানান, একটি মহল হেয় করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।