সরকার গতকাল সোমবার থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পদ্মা সেতুতে । এ কারণে আজ মঙ্গলবার সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজায় গাড়ির চাপ নেই বললেই চলে। সেখানে আজ হাতে গোনা কয়েকটি বাসকে টোল দিতে দেখা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় আজ মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য যানবাহন পদ্মা সেতুর উপর দিয়ে পার হতে পারছে।
এ সময় দুর্ঘটনার পর থেকে টোলপ্লাজা এলাকায় সেতুর উপরে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।
এর আগে গত রোববার রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু প্রাণ হারান। এ ছাড়া এই সেতু দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটতে থাকে। যার ফলে সোমবার ভোর থেকেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।