ট্রাকচাপায় মোটরসাইকেলের দু্ই আরোহী নিহত হয়েছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় । গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার মকবুলের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, শনিবার রাতে মকবুলের দোকান এলাকায় ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ট্রাকের চালককে আটকে অভিযান ও আইনি পদক্ষেপ চলমান আছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।