রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মানোয়ার বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে
লোহাগাড়ার চুনতিতে । শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজির পাড়ার জসিম উদ্দিনের স্ত্রী ও ৪ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে এস আলম পরিবহণের যাত্রীবাহী একটি বাস রাস্তা পার হবার সময় এক মহিলাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় লোহার দিঘীর পাড় এলাকায় বাসটি আটক করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।