সৎ মেয়ে মিনু আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে মাটিতে পুঁতে রাখে বাবা শফিকুল ইসলাম ময়মনসিংহের ভালুকায় । এ ঘটনায় আজ শনিবার ভালুকা মডেল থানা পুলিশ কুড়িগ্রামে ওলিপুর থেকে শফিকুলকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, মিনুর মা মাহমুদা বেগমের অনুপস্থিতিতে শফিকুল গত ৮ জুন রাতে ঘুমন্ত মিনুকে শ্বাসরোধে হত্যা করে বাসার পাশের জঙ্গলে ফেলে আসেন। পরদিন রাতে ওই লাশ একই এলাকায় প্রস্তাবিত একটি কারখানায় বাউন্ডারির ভিতর মাটি গর্ত করে পুঁতে রাখে। পরে মিনুকে চাপা দেওয়া মাটি বৃষ্টির পানিতে সরে গিয়ে তার পা বের হয়ে আসে। পরে, স্থানীয়রা গত বৃহস্পতিবার লাশ দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওইদিন দুপুরে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় মিনুর মা বাদি হয়ে একটি হত্যা মামলা করে। এ মামলার তদন্তে আজ পুলিশ কুড়িগ্রামের নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানায়, শফিকুল ইসলামকে আজ কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।